Product Details

এজোটোপেক্স-এসি (Azotopex-AC)


বৈশিষ্ট্যঃ

  • বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে
  • মাটির উর্বরতা বাড়ায়।
  • উদ্ভিদের শিকড়, অঙ্কুরন সংখ্যা ও দৈর্ঘ্য বৃদ্ধি করে।
  • ইউরিয়া সারের চাহিদা ২০-২৫% হ্রাস করে।
  • ফলন ১০-২০% বৃদ্ধি করে।
  • এই অনুজীব সার অ্যান্টিফাঙ্গাল পদার্থ তৈরি করে যা ক্ষতিকারক ছত্রাকের বৃদ্ধিতে বাধা দেয় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
Trichopex-TH

প্রয়োগ মাত্রা ও ব্যবহারবিধি

ফসল সমস্যা/ উপসর্গ প্রয়োগ মাত্রা ও ব্যবহার বিধি
ধান
  • বীজতলায় চারার শিকড় দুর্বল
  • মূল জমিতে দুর্বল ধান গাছ
  • ধান গাছের কুশির পরিমান কম হলে
  • খরা জনিত কারনে গাছ দুর্বল হলে
  • বীজতলা বা মূল জমিতে চারার গোড়ার দিকে স্প্রে নজেল নামিয়ে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে ১০ মিলি হারে
ভুট্টা
  • চারার শিকড় দুর্বল
  • মূল জমিতে দুর্বল গাছ
  • গাছের পাতা দেরিতে ছাড়লে
  • খরা জনিত কারনে গাছ দুর্বল হলে
  • বীজতলা বা মূল জমিতে চারার গোড়ার দিকে স্প্রে নজেল নামিয়ে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে ১০ মিলি হারে
আলু
  • চারার শিকড় দুর্বল হলে
  • খরা জনিত কারনে গাছ দুর্বল হলে
  • কেইল বরাবর স্প্রে নজেল নামিয়ে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে ১০ মিলি হারে এরপর কেইল এর মাটি তুলে দিতে হবে।
সবজি
  • বীজতলায় চারার শিকড় দুর্বল
  • দুর্বল চারা
  • চারার পাতা ছাড়তে দেরি
  • খরা জনিত কারনে গাছ দুর্বল হলে
  • মাদা প্রতি ২০ মিলি হারে প্রয়োগ করতে হবে।
  • জমিতে চারার গোড়ার দিকে স্প্রে নজেল নামিয়ে স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে ১০ মিলি হারে